শিয়ালদহ মেট্রো স্টেশন (Sealdah Metro Station) উদ্বোধন হওয়ায় একদিকে যেমন খুশির হাওয়া,নিত্য যাত্রীদের মনে।সেখানে বিতর্কের শেষ নেই তৃণমূলের দরবারে।আর হবে না বা কেনো,উদ্বোধন হলেও সেখানে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীকে ছাড়াই শিয়ালদহ মেট্রোর উদ্বোধন।
কেন মুখ্যমন্ত্রীকে ছাড়া উদ্বোধন হবে?সেই প্রশ্ন তুলে মেট্রো ভবনের সামনে মদন মিত্রের (Madan Mitra) নেতৃত্বে তৃণমূল কর্মী সংগঠনের বিক্ষোভ। বৃহস্পতিবার থেকে শহরের প্রত্যেকটি মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ চলবে বলেও জানান এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক।এই প্রসঙ্গে বিজেপিকে আরও একবার দুষলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।ঠিক কি ঘটেছিল এদিন?
জানা যায়,বুধবার তৃণমূল কর্মী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে মেট্রো ভবনের সামনে বিক্ষোভ দেখান মদন মিত্র। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগানও দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। বৃহস্পতিবার থেকে শহরের প্রতিটি মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন হবে বলেই জানান মদন মিত্র। তিনি আরও বলেন, বিজেপির মূল টার্গেট তৃণমূলকে শেষ করা। তবে সেটা হবে না।
এদিকে আবার শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন প্রসঙ্গে বিজেপিকে ফের আক্রমণ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, ‘মেট্রো প্রকল্পে একাধিক সমস্যার সমাধান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাই মেট্রোর প্রাণকেন্দ্রে রয়েছেন। অথচ শিয়াদহ মেট্রো স্টেশনের উদ্বোধনের আগের রাতে তাঁর বাড়িতে কার্ড ফেলে দিয়ে আসছে। এটা কোনও সভ্যতা, ভদ্রতার মধ্যে পড়ে? যিনি ভেবেছেন তাঁকে বাদ দিয়ে কীভাবে উদ্বোধন হয়? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসার পর দুর্গাপুজোর পৃষ্ঠপোষকতা বেড়েছে। করোনার সময় রাজ্য সরকার সাহায্য দিল। বাংলার দাবিতে যখন হেরিটেজ স্বীকৃতি এসেছে, তখন রাজ্যকে না জানিয়ে বিজেপি ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠান করছে। ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বর্ণময় মিছিল হবে। পুজো কমিটি, বাংলার মানুষ রাস্তায় থাকবেন। বিজেপি দেখবে, কাকে বলে সম্মান, কাকে বলে জনসমর্থন।’
আরো পড়ুন:Firhad Hakim:প্লাস্টিকের ব্যবহার রুখতে পথে এবার মেয়র!