বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল (Arun Lal)। সিএবি-তে গিয়ে তিনি জানিয়ে এসেছেন নিজের ইচ্ছার কথা। বাংলাকে ২০২০ সালে রঞ্জি ফাইনাল এবং এ বার সেমিফাইনালে তোলার পর কোচের দায়িত্ব থেকে তিনি সরে আসতে চাইলেন।
এ বারের রঞ্জির মরসুম শেষ হতেই বাংলার কোচ বদল হবে এমন একটা হাওয়া উঠেছিল। সিএবি-র তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও অরুণ লাল (Arun Lal) নিজে গিয়েই দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে আসেন। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ বিষয়ে অরুণ লাল বলেছেন, “আমি ক্লান্ত। ন’মাস ধরে এই দায়িত্ব সামলানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। শারীরিক ভাবে আমি আর পারছি না। তাই সিএবি-কে জানিয়ে দিয়েছি যে আমি আর বাংলার কোচ হিসাবে থাকতে চাই না।”
আরও পড়ুন: Bhubneshwar Kumar: নিজের সাদা বলে সুইং করা নিয়ে কি বললেন ভুবি
যখন অরুণ লাল (Arun Lal) সিএবি-তে যান, তখন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ছিলেন না। সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন অরুণ লাল। বাংলার এই কোচ মনে করেন সিএবি এখনও সরকারি ভাবে কিছু না জানালেও তাঁর সিদ্ধান্তকে সম্মান দেওয়া হবে। তিনি কোচ হিসাবে থাকতে চান না জানার পরেও তাঁকে দায়িত্ব দেওয়া হবে এমনটা তিনি মনে করছেন না।