বার বারই শোনা যায় পাহাড়ে ঘুরতে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।আসলে পাহাড় যে তার কাছে প্রাণ।এবার সেই পাহাড়ে গিয়ে একেবারে অন্য মেজাজে দেখা গেলো মুখ্যমন্ত্রীকে।সবসময়ই প্রশাসনিক বৈঠক, কর্মীসভা,দলীয় সভায় যাকে দেখা গেছে ভাষণ দিতে।এবার সেই মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেলো গান।

 

মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ঘোষণা করেছিলেন,দার্জিলিঙে কলকাতার আদলে তৈরি করা হবে একটি কফি হাউস।আর তার সেই ঘোষণার পরেই কাজ শুরু হয়ে গিয়েছিল।ম্যালের ঠিক পিছনেই অবজার্ভেটরি হিল এলাকাতে তৈরি হয়েছে এই সুন্দর কফি হাউস টি।আজ সেই কফি হাউসেরই শুভ উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর হাতে।মঙ্গলবার এই নতুন কফি হাউসের উদ্বোধনে গিয়ে আড্ডায় মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

এদিন মুখ্যমন্ত্রীর বৈঠকী আড্ডায় অন্যান্যদের সঙ্গে হাজির ছিলেন বাঙালি অভিনেতা তথা গায়ক সাহেব চট্টোপাধ্যায়ও।তাঁর অনুরোধেই এদিন গানে গলা মেলান মুখ্যমন্ত্রী।গাইলেন রবীন্দ্র সংগীত।আর তারপর গল্পে গানে আড্ডায় এদিন মেতে উঠলেন মুখ্যমন্ত্রী।আর এমন খোশ মেজাজে থাকবেনই না কেনো তিনি।আজ তো আবারও তার আর এক প্রতিশ্রুতি সফল হলো।এরপর সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বললেন,’কলকাতার কফি হাউসে, মান্না দের গায়ের কথা মাথায় রেখেই দার্জিলিঙে ক্যাফে তৈরির কথা বলেছিলাম। কফির স্বাদের পাশাপাশি কলকাতা-রাজ্য এবং মা-মাটি-মানুষের স্বাদ পেতে এখানে আসতেই হবে।’

 

আরো পড়ুন:Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া হাফিজুল সম্পর্কে, বিস্ফোরক তথ্য দিল তদন্তকারীরা!