ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার (Bhubneswar Kumar) এই মুহূর্তে রয়েছেন দুরন্ত ছন্দে। আইপিএলে দারুণ সাফল্যের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ়েও তিনি যে ভাবে বোলিং করছেন, তাতে বিশ্বকাপের দলে তাঁকে না রাখা কঠিন হয়ে উঠছে নির্বাচকদের পক্ষে। দু’টো ম্যাচ খেলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সিরিজ় সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন ভুবি।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভুবনেশ্বর (Bhubneswar Kumar) তিন ওভার বোলিং করে মাত্র ১৫ রানে তিনটি উইকেট নেন। তিন শিকার জেসন রয়, জস বাটলার ও রিচার্ড গ্লিসন। শেষ কয়েক বছর প্রবল চোট-আঘাতে ভুগলেও এই মুহূর্তে সে সব নিয়ে উদ্বিগ্ন নন তিনি। সুত্রের খবর, শনিবার এজবাস্টনে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আগেও কখনও শারীরিক সমস্যা নিয়ে বেশি ভাবিনি। শুধু মন দিয়ে ট্রেনার, ফিজ়িয়োর নির্দেশ পালন করেছি। এটা ঘটনা, খেলতে না পারলে আত্মিশ্বাসে চিড় ধরে। হতাশাও আসে। কিন্তু আসল হচ্ছে, ফেরার অদম্য ইচ্ছা, যেটা আমার ছিল। আমি ভাগ্যবান, আবার ভারতীয় দলে ফিরতে পেরেছি।নিয়মিত খেলছিও।’’
আরও পড়ুন: Surya Kumar Yadav: ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি সূর্যকুমারের, মুগ্ধ শচীন-সেহবাগ
পাশাপাশি ভুবি (Bhubneswar Kumar) আরও বলেন, ‘‘বল সুইং করলে যে কোনও পেসার আনন্দিত হয়। শেষ কয়েক বছর ইংল্যান্ডে সাদা বল সে রকম সুইং করছিল না। এ বার কিন্তু সুইংটা দারুণ পাওয়া যাচ্ছে। সত্যি বলতে কী, আমিও অবাক হয়েছি এই সুইংটা পেয়ে।” তিনি যোগ করেছেন, “সাদা বলে এই ধরনের পরিবেশ পেলে পেসাররা সব সময় উদ্বুদ্ধ হয়। আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে। ব্যাটাররা জানে, টি-টোয়েন্টিতে রান তুলতে ঝুঁকি নিতে হবে। বোলারদের পক্ষে এটা ভালই ব্যাপার। সবাই জানি, বাটলার ভয়ঙ্কর ব্যাটার। এটাও জানতাম, বল সুইং করলে আমি উইকেটের জন্য ঝাঁপাতে পারব। সে ক্ষেত্রে বাটলারের মতো বিশেষ একজন ব্যাটারের বিরুদ্ধে অনেকটা সুবিধে হয়ে যায়।’’