বর্তমানে সুস্থ রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)।সূত্রের খবর শনিবার রাত ৩ টে নাগাদ হঠাত্‍ পেটে ব্যথা অনুভব করেন দমকল মন্ত্রী সুজিত বসু।তবে আজই ছাড়া হবে তাঁকে।

 

জানা যায় আর পাঁচটা দিনের মতোই সাধারণ খাওয়া-দাওয়া করেছিলেন মন্ত্রী।তবে শনিবার সন্ধে থেকেই তাঁর পেটে তীব্র ব্যথা হতে শুরু করে।রাত বাড়লে সেই ব্যাথা আরও বাড়তে থাকে।তখনই আর সময় নষ্ট না করে রাত তিনটের সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।দ্রুত তাঁকে ভর্তি করা হয়েছিল ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে।

 

প্রসঙ্গত বর্তমানে বিধাননগর তথা গোটা রাজ্যের অত্যন্ত পরিচিত মুখ দমকলমন্ত্রী সুজিত বসু।মুখ্যমন্ত্রীও বেশ স্নেহ করেন তাঁকে।অনেক সময় তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুখ্যমন্ত্রী।বর্তমানে রাজ্যের দমকল মন্ত্রীর দায়িত্ব রয়েছেন তিনি।তবে এর আগে দুই বার করোনায় আক্রান্ত হয়েছিলেন সুজিত বসু।প্রথমবার আক্রান্ত হয়েছিলেন করোনার প্রথম ঢেউয়ের সময়।এরপর চলতি বছরের শুরুর দিকেই আবারও করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী।এই পরিস্থিতিতে হঠাত্‍ করে সুজিত বাবু অসুস্থ হয়ে পড়ায় আর দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,রবিবার সকাল থেকেই তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেছিলেন।আর তাই আজ অর্থাৎ রবিবারেই ছাড়া হবে তাঁকে।মন্ত্রী সুস্থ জেনে এখন অনেক দুশ্চিন্তা কমেছে মন্ত্রীর পরিবার ও তৃণমূল,মন্ত্রী শিবিরে।

 

আরো পড়ুন:Mamata Banerjee:অবশেষে শিয়ালদা মেট্রো রেলের উদ্বোধনে ডাক পেলেন মমতা,বিতর্কে জেরে সিদ্ধান্ত?উঠছে প্রশ্ন!