চেন্নাই সুপার কিংসের সঙ্গে কি দূরত্ব বাড়ছে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja)? কারন নেটমাধ্যমে ২০২১ ও ২০২২ সালে সিএসকে সম্পর্কিত সব পোস্ট মুছে দিয়েছেন জাডেজা। তার পরেই এই জল্পনা ছড়িয়েছে। আগামী মরসুমে তবে কি আর হলুদ জার্সিতে দেখা যাবে না ভারতীয় দলের এই বাঁ হাতি অলরাউন্ডারকে?
সুত্রের খবর, জাডেজার (Ravindra Jadeja) এই জল্পনা নিয়ে চেন্নাই ম্যানেজমেন্টের এক কর্তা বলেছেন, ‘‘পোস্ট মুছে দিলে সেই সিদ্ধান্ত জাডেজার ব্যক্তিগত। তবে আমাদের এই বিষয়ে কিছু জানা নেই। জাডেজার সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। সব কিছু ঠিক আছে।’’
আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি কোহলী!
আইপিএলের এই মরসুমে মহেন্দ্র সিংহ ধোনি চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়ার পরে জাডেজাকে (Ravindra Jadeja) নতুন অধিনায়ক করা হয়েছিল। কিন্তু তাঁর নেতৃত্বে প্রথম আটটি ম্যাচের মধ্যে সাতটিতে হারতে হয়েছিল চেন্নাইকে। তার পরেই দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। ফের অধিনায়ক হয়েছিলেন ধোনি। প্রতিযোগিতার শেষ দিকের কয়েকটি ম্যাচে দলের বাইরে ছিলেন জাডেজা। সেইসময় চেন্নাই ম্যানেজমেন্ট জানিয়েছিল, চোটের কারণে খেলতে পারছেন না জাডেজা।