অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে (Amarnath) ভেসে গেছে ২৫টি পুণ্যার্থী শিবির। ১৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত ৪০ জন। তবে আশার কথা হল ১৫ হাজার পুণ্যার্থীকে উদ্ধার করে নিরাপদে ক্যাম্পে ফিরিয়ে এনেছে সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।বিপর্যয়ের জেরে নীলগ্রর, বালতাল এলাকায় প্রচুর পুণ্যার্থীরা আটকে রয়েছেন। সেখানেও পৌঁছে গিয়েছেন উদ্ধারকারী দলের জওয়ানরা।এখনও চলছে উদ্ধারকাজ।

 

এদিকে শনিবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হাওড়ার একই পরিবারের তিনজন, ধূপগুড়ির ছজন, উল্টোডাঙার চারজন লেকটাউনের ন’জন আটকে রয়েছেন অমরনাথে। আবার অনেকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আর বারুইপুরের বাসিন্দা এমএসসি পড়ুয়া বর্ষা মুহুরি পরিবারের সঙ্গে অমরনাথ গিয়েছিলেন। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

 

জানা যায় এমন উদ্বেগজনক পরিস্থিতিতে কন্ট্রোল রুম খুলল নবান্ন। শোকপ্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌এই অমরনাথ বিপর্যয়ে আমি বিস্মিত এবং হতবাক। যাঁদের পরিবারে এই বিপর্যয় নেমে এসেছে তাঁদের প্রতি সমবেদনা রইল। যাঁরা আটকে পড়েছেন তাঁদের সহযোগিতা করা হচ্ছে। সবরকমভাবে রাজ্য সরকার পাশে রয়েছে। নবান্নে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানকার নম্বর ০৩৩-২২১৪৩৫২৬। যে পরিবারের লোকজন অমরনাথ গিয়েছেন, যাঁদের সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছেন না, তাঁদের কী অবস্থা, ইত্যাদি জানানো হবে কন্ট্রোল রুম থেকে।’‌

 

আরো পড়ুন:Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেউচা পাঁচামিতে চাকরির নিয়োগ পত্র দেওয়া হল ২৬০ জনকে!