প্রথম টি-টোয়েন্টিতেই ভারতের দাপট। জস বাটলারের ইংল্যান্ডকে উড়িয়ে দিলেন হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। করোনা সারিয়ে এই ম্যাচে দলে ফিরেছিলেন রোহিত শর্মা। যদিও তিনি ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানে জয় ভারতের।
ম্যাচটা ব্যাটে-বলে নিজের নামে করে রাখলেন হার্দিক (Hardik Pandya)। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। শুরুটা ভালোই করেছিলেন তিনি। কিন্তু ১৪ বলে ২৪ রান করেই ফিরে যান রোহিত। মাত্র ৮ রান করে আউট হন ঈশান কিশানও। কিন্তু তাঁরা ফিরলেও ভারতের রানের গতি কমেনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শতরান করা হুডা, ছন্দে থাকার ইঙ্গিত দিলেন ইংল্যান্ডের বিরুদ্ধেও। মাত্র ১৭ বলে ৩৩ রান করেন তিনি। তিনটি চার এবং দু’টি ছক্কা মারেন হুডা। আর তাঁকে সঙ্গ দিচ্ছিলেন সূর্যকুমার যাদব। তিনি ১৯ বলে ৩৯ রান করেন।
আরও পড়ুন: Rafael Nadal: চোটের জন্য ছিটকে গেলেন নাদাল
ভারতের রান দুশোর কাছে পৌঁছানোর মূল কাণ্ডারি অবশ্যই হার্দিক (Hadik Pandya) । আইপিএল থেকে যে ছন্দে রয়েছেন তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মূল শক্তি হতে পারেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার ৩৩ বলে ৫১ রান করেন হার্দিক। ছ’টি চার এবং একটি মারেন তিনি। হার্দিক ফিরতেই পর পর উইকেট হারায় ভারত। শেষমেষ ভারতের ইনিংস থেমে যায় ১৯৮ রানে।