মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ইংল্যান্ডের প্রথম ইনিংস কম রানে মুড়িয়ে দিতে সাহায্য করেছেন। বল হাতে তুলে নিয়েছেন চার-চারটি উইকেট, যার মধ্যে রয়েছে জো রুট, স্যাম বিলিংসের মতো ব্যাটাররা। অথচ এই মহম্মদ সিরাজই কিছু দিন আগে পড়েছিলেন বিপদে। আইপিএলের পর আউটস্যুইং করাই ভুলে গিয়েছিলেন তিনি! তার পর ফিরে পান কঠোর পরিশ্রম করে।

সুত্রের খবর, রবিবার ম্যাচের পর সিরাজ (Mohammee Siraj) বলেছেন, “আইপিএলের পর আউটস্যুইং হারিয়ে ফেলেছিলাম। অনেক পরিশ্রম করে তার পর ফিরে পেয়েছি। আউটস্যুইং করতে ভালো লাগে ঠিকই, তবে খুব বেশি উইকেট পাওয়া যায় না। তাই ইনস্যুইং বোলিং করাও শিখেছি।”

আরও পড়ুন: Dinesh Karthik: দীনেশ কার্তিকের নেতৃত্বে জিতেই গেল ‘অন্য’ ভারত

সিরাজ (Mohammed Siraj) এমনিতে বেশি স্যুইং করানোর জন্য বিখ্যাত নন। তিনি বরং ভরসা রাখেন লাইন-লেংথের উপরে। তবে ইংল্যান্ডের পরিবেশে তাঁর বোলিং বেশ কার্যকরী, যা সাফল্য এনে দিয়েছে দলকে।