মহারাষ্ট্রে একনাথ শিন্দে সরকার গঠনের দ্বিতীয় দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) বিজেপিকে আড়াই বছরের ফর্মুলার কথা মনে করিয়ে দিলেন।মূলত নিজের ‘দলের’ কাছেই মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছেন উদ্ধব ঠাকরে। এককালে যে একনাথ শিন্ডে ঠাকরে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, সেই একনাথের ‘বিদ্রোহেই’ গদিচ্যুত হয়েছেন উদ্ধব। উদ্ধবের পদত্যাগের একদিন যেতে না যেতেই সেই পদে শপথগ্রহণ করেন একনাথ শিন্ডে। আর শিন্ডের শপথগ্রহণের পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের উদ্ধবের গলায় ‘আড়াই বছরের ফর্মুলা।’

 

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘যদি তখন অমিত শাহ পাল্টি না খেতেন এবং শিবসেনাকে আড়াই বছরের জন্য কুর্সি ছেড়ে দিতেন, তাহলে মহা বিকাশ আঘাড়িও তৈরি হত না।আর আজ, বিজেপির লোক মুখ্যমন্ত্রী হতেন।’

 

উদ্ধবের কটাক্ষ, ‘গতকাল যা হল, সেটাই তো আমি অমিত শাহকে বলেছিলাম। আড়াই বছর শিবসেনা আর আড়াই বছর বিজেপি গদিতে বসবে। এটা যদি আগেই করতেন, তাহলে তো শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট হতই না।’

 

উল্লেখ্য, শিবসেনায় বিদ্রোহ ঘোষণা করে বাণিজ্যনগরীর রাজনীতি উথালপাতাল হয়েছে একনাথ শিন্ডেদের দাপটে। শেষমেশ বৃহস্পতিবার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শিন্ডে। উপমুখ্যমন্ত্রী করা হয়েছে বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসকে। এই প্রেক্ষাপটে বিজেপির সঙ্গে শিবসেনার অতীতের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে যে মন্তব্য করলেন উদ্ধব ঠাকর (Uddhav Thackeray),তা খুব স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

 

আরো পড়ুন:Maharashtra:নাড্ডা-শাহের অনুরোধে মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীস!