এর আগে মুখ্যমন্ত্রীর মধ্যে মা দুর্গাকে দেখতে পেতেন তৃণমূলের অনেক দলীয় নেতারাই।তবে এবার মমতার মধ্যে মা সারদাকে খুঁজে পেলেন তাঁরই দলের বিধায়ক নির্মল মাজি (Nirmal Majhi)।

 

সোমবার কলকাতায় একটি অনুষ্ঠানে মমতাই মা সারদা বলে দাবি করেন নির্মল মাজি (Nirmal Majhi)।এই নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘মা সারদা মৃত্যুর কয়েকদিন আগে বিবেকানন্দর কয়েকজন সতীর্থ মহারাজকে বলেছিলেন, এত বছর বাদে কালীঘাট মন্দির এলাকায় মনুষ্যরূপে জন্ম নেব। তিনি এও বলেছিলেন সেই জন্মের পর ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে সামাজিক কাজকর্মী যুক্ত হবেন। রাজনৈতিক কাজ কর্মে যুক্ত হবেন।’

 

এরপরেই নির্মল বলেন, ‘সময়, সংখ্যাতত্ত্ব মিলিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা। দুর্গাপুজোর অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে তাঁর জন্ম। দিদি মা সারদা, দিদিই সিস্টার নিবেদিতা, দিদিই ঘরের দুর্গা।’

 

বরাবরই মমতা-অন্ত প্রাণ তৃণমূল বিধায়ক নির্মল মাজি। গত মাসে একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়। তাতেও দিদির প্রতি তাঁর কর্তব্য, নিষ্ঠা এতটুকু কমেনি বা ক্ষুন্নও হয়নি।

 

তবে নির্মল মাজিই প্রথম নন, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মা দুর্গাকে দেখেছিল আরএসএস।মদন মিত্র একবার বলেছিলেন, মমতার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। যে ভাবে তিনি একা মহিলা হয়েও লড়াই করেছেন, মার খেয়েছেন, তারপরে ফের উঠে দাঁড়িয়েছেন—ঈশ্বর প্রদত্ত ক্ষমতা না থাকলে সাধারণ কারও পক্ষে সেটা করা সম্ভব ছিল না। এদিন সরাসরি নির্মল মাজি দাবি করলেন, দিদিই মা সারদা। আবার মানস ভুইঞাঁ মমতাকে তুলনা করতেন দুর্গার সঙ্গে। তাঁদের সঙ্গে নির্মলের মতের মৌলিক ফারাক রয়েছে। কারণ নির্মলের মতে, মা সারদার পুনর্জন্ম হয়েছে দিদির রূপে।

 

নির্মলের এহেন মন্তব্য নিয়ে বিরোধীদের কেউ কেউ কটাক্ষ করেছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী যেমন বলেছেন, ‘নির্মল মাজি (Nirmal Majhi) ঠিকই বলেছেন। তবে আসল মা সারদার আশীর্বাদধন্য ছিলেন নরেন, আর এই মা সারদার বরপুত্রের নাম সুদীপ্ত সেন।’

 

আরো পড়ুন:Mamata Banerjee:একাধিক কর্মসূচি নিয়ে,তিন দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী!