১৯৯৮-৯৯ মরসুমে অধিনায়ক হিসাবে মধ্যপ্রদেশকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করতে পারেননি চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। ফাইনালে উঠেও অধরা ছিল ট্রফি। তবে এবার সেই স্বপ্ন সফল হল। মধ্যপ্রদেশের কোচ হিসাবে সেই ট্রফি স্পর্শ করার সুযোগ পেলেন তিনি।
মধ্যপ্রদেশের জয়ের রান আসতেই শিশুর মতোই আনন্দে মেতে ওঠেন মধ্যপ্রদেশের কোচ পন্ডিত (Chandrakant Pandit)। পণ্ডিতের চোখে দেখা গিয়েছে জলও। পণ্ডিত ভীষণ ভাবে চেয়েছিলেন এ বার রঞ্জি ট্রফি। ক্রিকেটার হিসাবে মধ্যপ্রদেশকে যে ট্রফি দিতে পারেননি, কোচ হিসাবে সেই ট্রফি দিতে চেয়েছিলেন। এর আগেও কোচ হিসাবে ট্রফি জিতেছেন পাঁচ বার। কিন্তু কোনও বারই মধ্যপ্রদেশের কোচ ছিলেন না তিনি।
আরও পড়ুন: Ben Foakes: করোনার হানা এ বার ইংল্যান্ড শিবিরে
সুত্রের খবর, এই প্রসঙ্গে পণ্ডিত (Chandrakant Pandit) বলেন, ‘‘সেটা দুর্দান্ত একটা অভিজ্ঞতা। ২৩ বছর আগের এই মাঠেই আবার ফিরে এলাম। ঈশ্বরের কৃপাতেই এই পর্যন্ত পৌঁছতে পেরেছি আমরা। হ্যাঁ, অধিনায়ক হিসাবে রঞ্জি জিততে না পারার আক্ষেপ রয়েছে। মধ্যপ্রদেশের হয়ে ছয় বছর খেলেও পারিনি।’’