ভারতের পরে এ বার করোনার হানা ইংল্যান্ড শিবিরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস (Ben Foakes)। ফলে চলতি টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। এখন নিভৃতবাসে রয়েছেন তিনি।
হেডিংলেতে তৃতীয় টেস্টের তৃতীয় দিন ফোকস (Ben Foakes) পিঠের ব্যথায় উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন না। তার পরে নিয়মমাফিক দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তার পরেই তাঁকে চলতি টেস্ট থেকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন: Serena Williams: প্রায় এক বছর পর কোর্টে ফিরলেন সেরিনা
সুত্রের খবর, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘তৃতীয় টেস্টের তৃতীয় দিন পিঠের ব্যথায় ফোকস (Ben Foakes) উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি। শনিবার সন্ধ্যায় করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। নিভৃতবাসে রাখা হয়েছে তাঁকে। কবে ফের তিনি দলে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। তবে আশা করা হচ্ছে ভারতের বিরুদ্ধে টেস্ট শুরু হওয়ার আগে দলে ফিরবেন ফোকস।’