আয়ারল্যান্ডে হার্দিক পাণ্ড্যের নেতৃত্বে আর একটি দল তৈরি হচ্ছে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য। যে দুই ম্যাচে ভারতীয় দলে দেখা যেতে পারে বেশ কয়েক জন নতুন মুখ। এবং, এই নতুন মুখদের তালিকায় রাহুল ত্রিপাঠীকে (Rahul Tripthi) দেখতে মুখিয়ে আছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

সুত্রের খবর, একটি ওয়েবসাইটে শাস্ত্রী বলেছেন, ‘‘রাহুল (Rahul Tripthi) যতটা সময় ক্রিজ়ে থাকে, ততক্ষণ ও স্কোরবোর্ড চালু রাখে। ওর হাতে প্রচুর শট আছে। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, বোলারের নাম যা-ই হোক না কেন, রাহুল কোনও কিছুতেই ঘাবড়ায় না।’’

আরও পড়ুন: Kapil Dev: রোহিত, কোহলীর ব্যাটিং দেখে ক্ষুব্ধ কপিল

এ বারের আইপিএলে সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে ভালো খেলার পরে আয়ারল্যান্ড সফরের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ত্রিপাঠী (Rahul Tripathi)। যাঁকে নিয়ে শাস্ত্রী আরও বলেছেন, ‘‘ও খুব দ্রুত রান তুলতে পারে। যে ব্যাটসম্যান তিন নম্বরে নামে, তার এই দক্ষতা থাকাটা খুব ভাল ব্যাপার। সে ক্ষেত্রে ভালো একটা মঞ্চ তৈরি করে দিতে পারে।’’