ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম টেস্টে হেরে গিয়েছে। তবে দ্বিতীয় টেস্টে নামার আগে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) খুঁজতে বসেছিলেন, কোথায় কোথায় তাঁদের গলদ রয়েছে। আর সেটা খুঁজতে গিয়ে শাকিব যা জবাব পেলেন, তার একটাই অর্থ, সমস্যা সব জয়গায়।
শাকিব (Shakib Al Hasan) তাঁর সতীর্থদের সতর্ক করে দিয়েছেন। শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। সুত্রের খবর, এ বিষয়ে শাকিব বলেন, “শেষ তিনটি ম্যাচ দেখলে বোঝা যাবে যে, আমাদের পেস খেলার দক্ষতার অভাব রয়েছে। তার আগের দুটো ম্যাচ দেখলে বোঝা যাবে, আমরা স্পিন খেলতে ব্যর্থ হয়েছি। কঠিন পরিস্থিতি তৈরি হলেই আমরা বিপদে পড়ি। দেখা যাক, এই ম্যাচে আমরা কী ভাবে কঠিন পরীক্ষার মুখে খেলি।”
আরও পড়ুন: Virat Kohli: কোহলীকে দেখতে স্কুল মিস্ খুদে সমর্থকের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশকে হারতে হয় সাত উইকেটে। সেই ম্যাচে প্রথম দিনের প্রথম সেশনেই ম্যাচ হেরে গিয়েছিলেন বলে মনে করেন শাকিব (Shakib Al Hasan)। তাই ব্যাটারদের দায়িত্ব নিতে বলেন বাংলাদেশ অধিনায়ক।