আগামী রবি ও মঙ্গলবার ভারতের বিরুদ্ধে রয়েছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আয়ারল্যান্ডের অধিনায়ক ভাবছেন না লড়াইয়ের সম্ভাবনা নিয়ে। বরং অ্যান্ড্রু বলবির্নি স্বপ্ন দেখছেন এই সিরিজকে কাজে লাগিয়ে আইপিএলে খেলার।

সুত্রের খবর, এ বিষয়ে বলবির্নি বলেছেন, ‘‘আমাদের কয়েক জন ক্রিকেটার আছে, যারা টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ ভালো। জানি আইপিএলে (IPL) সুযোগ পাওয়া খুবই কঠিন। কিন্তু ভারতের এই প্রতিযোগিতায় খেলার স্বপ্ন দেখি আমরা। এই লিগে খেলে অনেকেই দ্রুত উন্নতি করেছে। আমাদের অনেকেই বিশ্বের বিভিন্ন লিগে খেলে। কিন্তু আইপিএলে কেউ এখনও সুযোগ পায়নি। বিদেশে খেলে সকলেই অনেক কিছু শিখে আসে। অভিজ্ঞতাও বাড়ে।’’

আরও পড়ুন: IPL: আইপিএল নিয়ে আইসিসিকে নালিশ পাক বোর্ডের

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘এটা আমাদের জন্য খুবই বড় সুযোগ। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞ অনেক ক্রিকেটার রয়েছে ভারতীয় দলে। ওদের আরও একটা দল ইংল্যান্ডে গিয়েছে টেস্ট খেলতে। এর থেকেই বোঝা যায় ভারতীয় ক্রিকেটের শক্তি। ওরা নিজেদের প্রমাণ করার চেষ্টা করবে। প্রথম দলে জায়গা পাওয়ার চেষ্টা করবে সকলেই। তাই ওরাই চাপে থাকবে আমাদের বিরুদ্ধে।’’ (IPL)