সরাসরি আইসিসির কাছে আইপিএল (IPL) নিয়ে নালিশ করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছেন, আইপিএলকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি। আর তারই বিরুদ্ধে প্রতিবাদ করবে পিসিবি।
আইসিসির কাছে বিসিসিআই আবেদন করেছে ২০২৪ সাল থেকে আইপিএল (IPL) চলাকালীন যাতে অন্য কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা না হয়। বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, ২০২৪ সাল থেকে আইসিসির ক্যালেন্ডারে আলাদা জায়গা পাবে আইপিএল। আইসিসি ও অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। আর এই বিষয়েই আপত্তি পাকিস্তানের।
আরও পড়ুন: FIFA World Cup 2022: ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি যত বাড়ছে, ততই বাড়ছে উদ্যোক্তাদের চিন্তা
সুত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এই সম্পর্কে বলেছেন, ‘‘আইপিএলকে (IPL) আইসিসির ক্যালেন্ডারে নেওয়া হবে কি না সে বিষয়ে এখনও কোনও ঘোষণা না হলেও আইসিসির বৈঠকে আমরা এর বিরোধিতা করব। আমাদের অভিযোগ স্পষ্ট। আইসিসির ক্যালেন্ডারে কোনও বদল হলে তার প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটে পড়বে। এটা হতে পারে না। একটা দেশকে বাড়তি সুবিধা দেওয়া যাবে না।’’