কিছু দিন আগেই আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করে ভারতীয় বোর্ডের (BCCI) কোষাগারে ঢুকেছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। অথচ রঞ্জি ট্রফিতে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) চালু করার জন্য টাকা নেই বোর্ডের! বিসিসিআইয়ের তরফে দেওয়া হয়েছে এমনই যুক্তি ।

রঞ্জি ট্রফি নকআউট পর্বে প্রায় প্রতি ম্যাচেই আম্পায়ারদের কোনও না কোনও ভুল দেখা যাচ্ছে। সেমিফাইনালে বাংলা বনাম মধ্যপ্রদেশের ম্যাচে ধরা পড়েছে একাধিক ভুল। ফাইনালের প্রথম দিনেই হয়েছে বিতর্ক। যে ম্যাচগুলি টিভিতে দেখানো হয়নি, সেখানেও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকের আশঙ্কা। তবে বোর্ড (BCCI ) এ সবে বিশেষ পাত্তা দিচ্ছে না।

আরও পড়ুন: Prithvi Shaw: এখন পৃথ্বীর প্রধান লক্ষ্য রঞ্জি ফাইনাল

সুত্রের খবর, এই সম্পর্কে বোর্ডের (BCCI) এক কর্তা বলেছেন, “দেশের আম্পায়ারদের উপর আমাদের বিশ্বাস রয়েছে। ডিআরএস ব্যবহার করতে গেলে অনেক খরচ। ফাইনালে ডিআরএস না থাকলে কী এসে যায়। মাঠের আম্পায়ারদের ভরসা করতে হবে। ভারতের দুই সেরা আম্পায়ার (কেএন অনন্তপদ্মনাভন এবং বীরেন্দ্র শর্মা) রঞ্জির ফাইনাল ম্যাচের দায়িত্বে। ফাইনালে যদি ডিআরএস চালু করতে হয় তা হলে গ্রুপ পর্বের ম্যাচেও চালু করা উচিত”।