আগামী ৩১শে জানুয়ারি অবধি স্থগিত রাখা হল আন্তর্জাতিক যাত্রী বিমান(Flights) পরিষেবা। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ।
সম্প্রতি ১৫ই ডিসেম্বর থেকে পুরোদমে আন্তর্জাতিক বিমান(Flights) পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু করোনার ওমিক্রন প্রজাতির সংক্রমণ বাড়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হল মোদি সরকার।
এদিকে বৃহস্পতিবার রাজ্যে খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। দুই অঙ্কের নীচেই থাকল আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু।
২৪ ঘণ্টায় সংক্রমিত ৫৬৭, মৃত ৭। একদিনে সুস্থ হয়েছেন ৫৭৬ জন, সুস্থতার হার ৯৮.৩৩%।
বাংলায় জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা (১৬৫)।
তারপরেই উত্তর ২৪ পরগনা (৯৫), হাওড়া (৪২), হুগলি (৪২), দক্ষিণ ২৪ পরগনা (৩৯)।
কিন্তু ওমিক্রন ত্রাসের মধ্যেই ফের দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।
রোজ বাড়ছে করোনার অ্যাকটিভ কেসও।
সাথে উদ্বেগ বাডা়চ্ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪১৯ জন।
যা গত দিনের তুলনায় অনেকটাই বেশি। ক্রমশ এভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকলে আন্তর্জাতিক বিমান(Flights) চালানো ক্রমশ দুঃসাধ্য হয়ে উঠছে বলে মত অনেকের।
কারণ বাইরে থেকে যারা আসছে তাদের থেকে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট বেশি ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ২৫১ জন।
মারণ ভাইরাসে দৈনিক মৃত্যু হার এখন দেশে ১৫৯ জন। এই সংখ্যাটাও গত কয়েকদিনের পরিসংখ্যানের চেয়ে বেশি।
করোনায় দেশে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৪ লক্ষ ৭৪ হাজার ১১১ জন।
যদিও সুস্থতার হার ৯৮ শতাংশেরও বেশি।
এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩০ কোটি ৩৯ লক্ষেরও বেশি ডোজ করোনার প্রথম টিকা দেওয়া হয়েছে।
এর মধ্যে ৮০ লক্ষ ডোজ দেওয়া হয়েছে গত ২৪ ঘণ্টাতেই।