এবারের আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ভারতীয় দলেও ফিরেছেন এই অলরাউন্ডার। চোট সারিয়ে ফিরে আসার এই সফর সহজ ছিল না। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাঁকে। ফিরে আসার এই সফর কেমন ছিল তা নিজেই জানিয়েছেন হার্দিক।
চোটের কারণে লোকেশ রাহুল ছিটকে যাওয়ায় ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হার্দিক (Hardik Pandya)। সুত্রের খবর, তিনি বলেছেন, ‘‘আবেগের দিক থেকে ঠিক জায়গাতেই ছিলাম। যদিও আমার ফিরে আসার লড়াইটা সহজ ছিল না। নিজের বিরুদ্ধেই জিততে হয়েছে আমাকে। অনেকের মধ্যেই প্রশ্ন ছিল। আমার মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে অনেক কিছু বলা হচ্ছিল। তাঁদের কখনওই উত্তর দেওয়ার চেষ্টা করিনি। কিন্তু নিজেকে যে ভাবে আবার তৈরি করেছি, সেটার জন্য গর্ব অনুভব করি।’’
আরও পড়ুন: Shreyas Iyer: শ্রেয়স আয়ার আবারও ফিরেছেন তাঁর ছন্দে
পাশাপাশি হার্দিক (Hardik Pandya) আরও বলেছেন, ‘‘প্রতি দিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতাম। সকালে কঠোর অনুশীলন করতাম। বিকালে চারটে থেকে আবার অনুশীলন করতাম। পর্যাপ্ত বিশ্রাম যাতে নিতে পারি, সে দিকে খেয়াল রাখতাম। অনেক কিছু ত্যাগ করতে হয়েছে এই সময়। আইপিএলের আগে আমাকে এই লড়াইটা লড়তে হয়েছে। সেই লড়াইয়ের ফল ক্রিকেটার হিসেবে আমাকে তৃপ্তি দেয়।’’