এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তেমনভাবে গর্জে উঠতে পারেননি শ্রেয়স আয়ার (Shreyas Iyer)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন ২৭ বলে ৩৬ রান। কী ভাবে ফিরলেন নিজের এই চেনা ছন্দে। শ্রেয়স নিজেই তা জানিয়েছেন।
আইপিএলের এই মরসুমে কলকাতার অধিনায়ক শ্রেয়স (Shreyas Iyer) ১৪টি ম্যাচ খেলে করেছিলেন ৪০১ রান। দেখা যায়নি তাঁর আগ্রাসী ব্যাটিংও। তবে দেশের জার্সিতে মাঠে নামতেই ফিরেছে পরিচিত আগ্রাসন। সুত্রের খবর, শ্রেয়স (Shreyas Iyer) বলেছেন, ‘‘আইপিএলের পর কয়েক দিন আরাম করেছি। পিঠে হালকা একটা ব্যথা ছিল। খুব অস্বস্তিতে ছিলাম। কয়েকটা দিন বিশ্রামে থাকায় উপকার হয়েছে। আবার নেটে আগের মতো অনুশীলন করতে পারছি। বিশেষ করে ম্যাচের আগের দু’টো দিন ভাল অনুশীলন করতে পেরেছি। বিশ্রাম নিয়ে মাথাটাও বেশ পরিষ্কার হয়েছে।’’
আরও পড়ুন: Sunil Chhetri: সুনীলকে নিয়ে প্রশ্ন উঠতেই বিরক্ত স্তিমাচ
আইপিএলের পর ফিল্ডিং নিয়েও বাড়তি পরিশ্রম করেছেন শ্রেয়স (Shreyas Iyer)। তিনি মাথায় রেখেছেন দিল্লির প্রচণ্ড গরমের কথা। শরীরে যাতে জলশূন্যতা তৈরি না হয় সেটাও মাথায় রেখেছিলেন তিনি।