একাধিক কর্মসূচি নিয়ে দু’দিনের সফরে বঙ্গে এসেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগত্‍ প্রকাশ নাড্ডা ওরফে জেপি নাড্ডা (JP Nadda)।আজ, বৃহস্পতিবার সকালে বঙ্গ সফরের শেষদিনে বেলুড় মঠে যান নাড্ডা। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহারা।ঠিক সকাল ১০টা নাগাদ তিনি বেলুড় মঠে প্রবেশ করেন।

 

মূল মন্দির দর্শন ছাড়াও, গঙ্গার ঘাট ও বেলুড় মঠের সংগ্রহশালা পরিদর্শন করেন জেপি নাড্ডা (JP Nadda)। মঠের প্রধান মহারাজের সঙ্গেও তিনি দেখা করেন ।তাঁর আগমনকে কেন্দ্র করে এদিন হাওড়া বিজেপি’র কর্মকর্তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

 

এরপর দুপুর ২টোয় সায়েন্স সিটিতে রাজ্যের সমস্ত মণ্ডল সভাপতিদের নিয়ে এক সম্মেলনে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর একদম শেষে বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ বিশিষ্ট নাগরিক সম্মেলন সারবেন কলকাতার কলামন্দিরে। তারপর সন্ধ্যাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন জেপি নাড্ডা (JP Nadda)।

 

আরো পড়ুন:JP Nadda:বঙ্গ বিজেপিতে অসন্তোষের মাঝেই,একাধিক কর্মসূচি জেপি নাড্ডার!