সংসদে শীতকালীন অধিবেশনে প্রায় রোজই অনুপস্থিত থাকছেন একাধিক শাসক দল বিজেপির সাংসদ(MP)। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার অনুপস্থিত সাংসদের কড়া ভাষায় ভর্ৎসনা করলেন মোদী।মোদী হুঁশিয়ারি দিলেন, সংসদের অধিবেশনে গরহাজির থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সাংসদদের(MP) বিরুদ্ধে।

এই বছরের শীতকালীন অধিবেশনে প্রথমবার দলীয় সাংসদদের ক্লাস নিলেন মোদী। সেই বৈঠকে অংশগ্রহণকারী এক সাংসদ(MP) জানিয়েছেন,

“প্রধানমন্ত্রী আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, সংসদে হাজিরা নিয়ে বার বার বলা হচ্ছে। তিনি বলেছেন, বাচ্চাদের মতো সাংসদদের বার বার স্মরণ করিয়ে দেওয়া ভালো দেখায় না।

তারপর তিনি বলেন, যদি আমরা আমাদের স্বভাব না পাল্টাই তাহলে আমাদের পাল্টে ফেলা হবে সময়ের সঙ্গে সঙ্গে।”

এর আগেও বহু বার সংসদে অধিবেশন চলাকালীন সাংসদদের অনুপস্থিতি নিয়ে অসন্তুষ্ট হয়েছেন নরেন্দ্র মোদী(Narendra Modi)। একাধিক বার দলীয় বৈঠকে সাংসদদের প্রতি তিনি ক্ষুব্ধ হয়েছেন এই নিয়ে।

এই বিষয়ে একজন সাংসদ জানিয়েছেন, “আমাদের কয়েকজন প্রধানমন্ত্রীর বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়েছি।

কারণ এই হুঁশিয়ারির জেরে সংসদে আমাদের উপস্থিতির উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।”

মঙ্গলবার বৈঠকে মোদীর ভাষণের আগে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী গত সপ্তাহের অধিবেশনে আলোচনার বিষয় এবং সাংসদদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সূত্রের খবর, জোশী বৈঠকে বলেছেন, এই দ্বিতীয়বার সাংসদদের হাজিরা নিয়ে প্রশ্ন উঠেছে।

মোদী সাংসদদের উদ্দেশ্যে আরও নির্দেশ দিয়েছেন যে আগামী ১৩ই ডিসেম্বর কাশী-বিশ্বনাথ করিডর উদ্বোধনে অংশ না নিয়ে সংসদের অধিবেশনে হাজির থাকতে।

এদিকে সূত্রের খবর, বারাণসীতে করিডর উদ্বোধন করতে যাবেন মোদী নিজেই।