বিজেপির (BJP) ভিতরেই রয়েছে তৃণমূল কংগ্রেসের চর, এবার এমনই বিস্ফোরকমূলক মন্তব্য করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
সম্প্রতি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে একাধিকবার নানা অভিযোগ তুলেছেন দলের কর্মী-সমর্থকরা। সোশ্যাল মিডিয়াতে তাঁর বিরুদ্ধে বারবার বিভিন্নরকম পোস্ট করতে দেখা গিয়েছে দলের কর্মী সমর্থকদের। সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন দলের বহু নেতা-কর্মী-সমর্থকরা। তাঁদের বিরুদ্ধেই গর্জে উঠেছেন জগন্নাথ সরকার।
এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে জগন্নাথ সরকার বলেন, ‘এটা দলের অনুশাসনের ঘাটতির জন্য হচ্ছে। যারাই করুক তারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের চর। ভারতবর্ষে বা অন্য দেশের লোকের মধ্যেও চরবৃত্তির কাজ চলে। র-এর লোক যেমন থাকে, তেমন অন্য গোয়েন্দা সংস্থার লোকও থাকে। তা দলের মধ্যেও কিছু খোচর, কিছু দালাল থাকে। তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকে। বিজেপির (BJP) মধ্যেও থাকে। একে অপরকে খবর পাস করে।’
আবার এদিকে এই গোটা বিষয়কে হাস্যকর বলে মন্তব্য করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘চর থাকার দরকার নেই। বিজেপির (BJP) সাংসদ, বিধায়ক-সহ ৮০ শতাংশ এখন তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন। তাঁরাই দলের কথা বলছেন।’
আরো পড়ুন:BJP:কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে বিজেপির ২ সাংসদের নামে এফআইআর দায়ের