ভারতের মহিলা কুস্তিগির সাক্ষী মালিক (Sakshi Malik)। রিও অলিম্পিক্সে ভারতের হয়ে পদকপ্রাপ্তির পরে ২০১৭ সালে কমনওয়েলথ গেমস থেকে সোনা জিতেছিলেন সাক্ষী। কিন্তু গত পাঁচ বছরে আর কখনও আন্তর্জাতিক মঞ্চে সোনা পাননি তিনি। তবে এ বার ইউডব্লিউডব্লিউ র্যাঙ্কিং সিরিজ়ে সোনা জিতলেন সাক্ষী। ফাইনালে হারালেন কাজাখস্তানের কুস্তিগির ইরিনা কুজনেতসোভাকে।
সুত্রের খবর, শুক্রবার, এই প্রতিযোগিতায় সাক্ষী (Sakshi Malik) ছাড়াও সোনা জিতেছেন ভারতের অপর কুস্তিগির মানসী। ৫৭ রেজি বিভাগে তিনি হারান কাজাখস্তানের এমা তিসসিনাকে। ৬৮ কেজি বিভাগেও সোনা জিতেছেন দিব্যা কাকরান। তবে ৭৬ কেজি বিভাগে সোনা আসেনি ভারতের। এই বিভাগে পূজা পেয়েছেন ব্রোঞ্জ। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় এ পর্যন্ত পাঁচটি পদক পেয়েছে ভারত।
আরও পড়ুন: Sunil Chhetri: ফুটবল থেকে অবসরের ইঙ্গিত সুনীল ছেত্রীর
অন্যদিকে রাজ্য সাঁতারে ফের রেকর্ড, বেহালায় পূর্ব রেলের সুইমিং কমপ্লেক্সে আয়োজিত রাজ্য সাঁতারের দ্বিতীয় দিনে ফের নতুন রেকর্ড গড়লেন নীলব্জা ঘোষ, তনুস্মিতা দাস ও সাহিল লস্করেরা।