যে দলকে অনভিজ্ঞ, আনকোরা দল বলে দেগে দেওয়া হয়েছিল, সেই গুজরাত টাইটান্স প্রথম সুযোগেই বাজিমাত করে দিল। রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের আইপিএল জিতেছে গুজরাত। তবে গুজরাতের এই জয়ে অনেকে অবাক হলেও অবাক নন মহম্মদ শামি (Mohammed Shami)।

গুজরাতের টুইটারে পোস্ট করা এক ভিডিওতে শামি (Mohammed Shami) বলেছেন, “বেশির ভাগ দলের সাফল্যের পিছনে কোনও অভিজ্ঞ ক্রিকেটার বা অন্যান্য দু’একজন ক্রিকেটারের অবদান থাকে। কিন্তু গুজরাতের সাফল্যে যেটা সবচেয়ে ভাল লেগেছে, প্রতিটি ম্যাচেই কোনও না কোনও নতুন মুখ উঠে এসেছে। নতুন কেউ পারফর্ম করেছে। বেশির ভাগ মানুষই সেই পারফরম্যান্স পছন্দ করেছে। ফলাফলেই প্রমাণ যে আমরা কেমন খেলেছি।”

আরও পড়ুন: Lionel Messi: ইতালিকে হারিয়ে আত্মবিশ্বাসী মেসি

পাশাপাশি শামি (Mohammed Shami) বলেছেন, “খুব ভাল একটা মরসুম কাটালাম। প্রত্যেকের কাছে সময়টা ভাল গিয়েছে। আমরা একটা পরিবারের মতো দলে ছিলাম। প্রথম দিন থেকে সেটা তৈরি হয়ে গিয়েছিল। দল পরিচালন সমিতিও তাঁদের ভূমিকা পালন করেছে। কেউ চাপে ছিল না। ম্যাচেই সেটা বোঝা গিয়েছে।”