দুই সংস্থার ব্যবসায়িক সংঘাতের জন্য বিতর্কে জড়ালেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বর্তমানে ধোনির সম্পত্তির পরিমাণ ৮১৯ কোটি টাকা। তবে এই অগাধ সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তিনি ফেঁসে গেলেন মাত্র ৩০ কোটি টাকার চেক বাউন্সের ঘটনায়। একটি চেক বাউন্স করায় বিহারের বেগুসরাইয়ে ধোনি-সহ আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অভিযোগকারী এসকে এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা।
সুত্রের খবর, কৃষিকাজে ব্যবহৃত একটি সারের বিজ্ঞাপনে কাজ করে এই সমস্যায় জড়িয়েছেন ধোনি (MS Dhoni)। ঘটনার সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ না থাকলেও দুই সংস্থার ব্যবসায়িক সংঘাতের জন্য মামলায় তাঁকেও যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: Lionel Messi: এ বার বেঞ্জেমাকে বেলন্ দ্যর দেওয়ার দাবি মেসির
অভিযোগ, এসকে এন্টারপ্রাইজকে নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থা ৩০ লক্ষ টাকার চেক দিয়েছিল। সেই চেকটি বাউন্স করেছে। তার পরেই সংস্থাটি বেগুসরাইয়ের থানায় এফআইআর দায়ের করেছে মোট আট জনের বিরুদ্ধে। সেই আট জনের মধ্যেই রয়েছে ধোনির (MS Dhoni) নাম।