প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামে বসে আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্স-রাজস্থান রয়্যালসের লড়াই উপভোগ করলেন সস্ত্রীক অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ফাইনালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতিও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ফাইনাল দেখতে আসতে পারেন, এমন জল্পনা ছিলই। তাঁর ছেলে জয় শাহই আবার বিসিসিআই সচিব। শোনা গিয়েছিল আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু প্রধানমন্ত্রী আসেননি। জয় কেবল ভারতীয় ক্রিকেট বোর্ডেরই সচিব নন। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। দীর্ঘ দিন ধরেই তিনি দক্ষ ক্রিকেট প্রশাসক হিসেবে পরিচিত।
আরও পড়ুন: Aiff: এআইএফএফ-এর নির্বাচন হতে পারে আগামী সেপ্টেম্বরেই
২০০৯ সালে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব হিসেবে কাজ শুরু করেন জয়। সে সময় সংস্থার সভাপতি ছিলেন অমিত শাহ (Amit Shah)। তখনই মোতেরায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ শুরু হয়। যা বর্তমানে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নামে পরিচিত।