আইপিএল শেষ হলে ভারতীয় ক্রিকেট থেকে উঠে যাচ্ছে জৈবদুর্গ, জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। ফলে হাঁফ ছেড়ে বাঁচছেন বিরাট কোহলী, রোহিত শর্মারা।
এই মরসুমের আইপিএলের ফাইনালের আগেই বিসিসিআই (BCCI) সচিব জানিয়ে দিলেন, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি২০ সিরিজে ক্রিকেটারদের আর থাকতে হবে না জৈবদুর্গের মধ্যে। এক সাক্ষাৎকারে জয় বলেন, ‘‘আইপিএলেই শেষ বারের মতো ক্রিকেটারদের জৈবদুর্গের মধ্যে থাকতে হচ্ছে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আর জৈবদুর্গের মধ্যে থাকতে হবে না কাউকে। তবে নিয়মিত করোনা পরীক্ষা করা হবে।’’
আরও পড়ুন: Mike Hesson: সিরাজের ব্যর্থতা নিয়ে কি বললেন কোচ হেসন
পাশাপাশি বিসিসিআই (BCCI) সচিব আরও বলেন, ‘‘জৈবদুর্গের মধ্যে থাকা কঠিন। কিন্তু আইপিএলে সেই ধরনের কোনও সমস্যা হয়নি। কারণ ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার যেন থাকতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছিল। প্রতিটি দল আলাদা আলাদা হোটেলে ছিল। ফলে সেখানে পরিবারের সঙ্গে আনন্দেই সময় কাটিয়েছে সবাই।”