এবার সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ট অরূপ মিদ্যা।পূর্ব বর্ধমান জেলার আউশ্রগ্রামের ওই নেতাকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।জানা যায় আগামী সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।এই ঘটনা রবিবার জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে বর্ধমানের রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে আউশগ্রাম এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছিল বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে কী তলব? এবিষয়ে অরূপ মিদ্যা জানিয়েছেন, নোটিশ পেয়েছি। কিন্তু কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে, সেটা তিনি বুঝতে পারছেন না। আইনজীবীদের পরামর্শ নেবেন তিনি।

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপত্র দেবু টুডু বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশ মতো কাজ করছে সিবিআই। তাই ওরা শুধু তৃণমূলের লোকজনকেই নোটিস পাঠাচ্ছে। তবে এইসব করে কিছু লাভ হবে না। । রাজ্যের মানুষ আগামী পঞ্চায়েত ও লোকসভা ভেটেও বিজেপিকে ২০২১ বিধানসভা নির্বাচনের মতোই প্রত্যাখ্যান করবে’।

 

আরো পড়ুন:Anubrata Mondal : হাজিরা এড়ালেন অনুব্রত মন্ডল