শনিবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সফরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।সেখানে শ্রমিক সংগঠনের সমাবেশের মঞ্চে ভাষণ দিতে গিয়ে নাম না করেই সরাসরি খোঁচা দিয়ে বারবার বিদ্ধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

 

অভিষেক বললেন, ‘১১ বছর ধরে একটা লোক সব শেষ করে দিয়েছে। মানুষের টাকা নিয়ে নিয়েছে। নিজে কোটি কোটি টাকা করেছে। টিভির পর্দাতে টাকা নিতে দেখা গিয়েছে। আর কথায় কথায় বলে – আমি অকৃতদার। আরে আপনি অকৃতদার নন, অকৃতজ্ঞ।’

 

শুভেন্দুর প্রতি তাঁর আরও সংযোজন, ‘যার নেতৃত্বে উত্তর কলকাতায় গুণ্ডামি করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল, এই জেলার একসময়ের সর্বেসর্বা তাঁর পদলেহন করে, নিজেকে ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল করল। দিল্লির বুকে মেদিনীপুরের আবেগকে বিক্রি করল।’

 

মূলত একুশের বঙ্গ বিধানসভা ভোটের পর এই প্রথমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে পা রাখছেল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।এদিন হলদিয়া শিল্পতালুকের শ্রমিক সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে নিজেকে শ্রমিকবন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন অভিষেক। সেখান থেকে সাফ বার্তা, আপনাদের যা সমস্যা তা সরাসরি আমাদের জানান। আমরা শুনব আপনাদের কথা।

 

অভিযুক্ত ১৫-২০ জন ঠিকাদারকে উদ্দেশ্য অভিষেকের হুঁশিয়ারি, যারা মনে করছেন অনুগামী সেজে শ্রমিকদের প্রাপ্য কেটে, তাঁদের মুখে গ্রাস কেড়ে নেবেন। শ্রমিকদের মাথার উপর ছড়ি ঘোরাবেন, তাঁদের উদ্দেশে এই মঞ্চ থেকে আমি হুঁশিয়ারি দিচ্ছি। ১২ ঘণ্টা কাজ করিয়ে ৮ ঘণ্টার প্রাপ্য দেবেন, তা চলতে দেওয়া যাবে না। আমি এটা হতে দেব না।’

 

দলের গুটিকয়েক ঠিকাদার নেতার উদ্দেশে তৃণমূল সাংসদের বার্তা, ‘যাঁরা মনে করছে, উপরে টাকা পৌঁছে দিতে হবে বলে শ্রমিকদের টাকা নয়ছয় করব, এটা চলবে না। ঠিকাদারিও করব আবার তৃণমূলও করব, সেটা চলবে না।’ একইসঙ্গে স্থানীয়দের কাজে অগ্রাধিকার দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি।

 

আরো পড়ুন:Abhisekh : অর্জুন সিং ফিরতেই শ্যামনগরে বড় জনসভা অভিষেকের