আইপিএলের এই মরসুমে মহম্মদ সিরাজকে দেখা যায়নি চেনা ছন্দে। নিলামের আগেই তাঁকে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এক মরসুমে সব থেকে বেশি ছয় খাওয়ার লজ্জার রেকর্ডও গড়েছেন তিনি। দলের ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন (Mike Hesson) মনে করছেন, সিরাজের আত্মবিশ্বাসে খামতি ছিল।

সুত্রের খবর, এবিষয়ে হেসন (Mike Hesson) বলেছেন, ‘‘সিরাজ দুর্দান্ত বোলার। এই প্রতিযোগিতায় ওর পারফরম্যান্স ভাল হয়নি। নতুন বলে আমাদের উইকেট দিতে পারেনি। বল তেমন সুইং-ও করাতে পারেনি। আসলে ওর আত্মবিশ্বাসে কিছুটা খামতি ছিল। কিন্তু আমরা জানি সিরাজ শক্তিশালী ভাবে ফিরে আসবে।’’

আরও পড়ুন: Hardik Pandya: আইপিএলে ফাইনালের আগে জোড়া সুবিধে হার্দিকদের!

মহম্মদ সিরাজই ছিলেন ব্যাঙ্গালোরের বোলিং আক্রমণের অন্যতম ভরসা। কিছু দিন আগেও তাঁর বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু চলতি আইপিএলটা ভুলতে চাইবেন সিরাজ। কারন, এ বারের আইপিএলে ১৫টি ম্যাচ খেলে মাত্র ৯টি উইকেট পেয়েছেন সিরাজ। ওভার প্রতি ১০ রানেরও বেশি দিয়েছেন তিনি।