আইপিএলের এই মরসুমে প্রত্যাশিত সাফল্য পাননি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। তবে উইকেট তেমন পাননি। উল্টে রান দিয়েছেন প্রচুর। তাতেই হয়েছে এক লজ্জার রেকর্ড। আইপিএলের এক মরসুমে সব থেকে বেশি ছয় দেওয়ার রেকর্ড এখন সিরাজের নামের পাশেই লেখা।
সুত্রের খবর, সিরাজ (Mohammed Siraj) ১৫টি ম্যাচ খেলে ছয় দিয়েছেন ৩১টি। ভেঙে দিয়েছেন ২০১৮ সালের আইপিএলে ডোয়েন ব্র্যাভোর রেকর্ড। সে বার ১৬টি ম্যাচ খেলে ক্যারিবিয়ান অলরাউন্ডার দেন ২৯টি ছয়। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন যুজবেন্দ্র চহাল। ২০১৫ সালে ১৪টি ম্যাচে ২৮টি ছয় দেন তিনি।
আরও পড়ুন: Chess: প্রথম দফার ফাইনালে হার প্রজ্ঞানানন্দমের
তবে কেবল সিরাজই (Mohammed Siraj) নন, বিরাট কোহলীদের ব্যর্থতার আর এক কারণ শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গ। তিনি এ বারের প্রতিযোগিতায় ১৬টি ম্যাচ খেলে দিয়েছেন ২৮টি ছয়। এ বছর নিলামের আগেই সিরাজকে ধরে রেখেছিল বেঙ্গালুরু। সেই সিরাজ কিন্তু দলের আস্থা বা ভরসার মর্যাদা দিতে পারলেন না। আইপিএলের ১৫টি ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র ৯টি। ওভার প্রতি রান দিয়েছেন ১০.০৮।