বুধবার মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালোর-লখনউ। ওই ম্যাচে তখন আর তিন বল বাকি। আর জয়ের জন্য লখনউ সুপার জায়ান্টসের বাকি ছিল ১৬ রান। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লক্ষ্য সেই রান তুলতে না দেওয়া। এমন একটা সময় হঠাৎই বিপত্তি ইডেনে। হাই কোর্টের দিক থেকে বিরাট কোহলীর (Virat Kohli) একজন ভক্ত মাঠে ঢুকে পড়েন। উল্টো দিকে দাঁড়িয়ে থাকা বিরাটকে ছোঁয়াই তাঁর লক্ষ্য। ছুটতে ছুটতে সেই দিকে আসছেন তিনি। কিন্তু লক্ষ্য তাঁর পূরন হয়নি।
ওই মুহূর্তে বিরাট (Virat Kohli) চিৎকার করে পুলিশকর্মীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। ডাকছেন সেই লোকটিকে থামানোর জন্য। এমন সময় এক পুলিশকর্মী মাঠে নামলেন। দৌড়তে দৌড়তে এসে সেই লোকটির দুই পায়ের মাঝখানে হাত গলিয়ে কাঁধে তুলে নিলেন। পুলিশকর্মীর এমন কাণ্ড দেখে বিরাটও না হেসে থাকতে পারেননি।
আরও পড়ুন: Rishabh pant: পন্থের বিরুদ্ধে প্রতারণা করে গ্রেফতার এক
ওই লোকটিকে নিয়ে গিয়ে বাউন্ডারির বাইরে ফেলে দেন সেই পুলিশকর্মী। তাঁর কাণ্ড দেখে অনেকেই সেই পুলিশকর্মীকে ডাব্লিউডাব্লিউই-র কুস্তিগির মনে করছেন। আর সেই কান্ড দেখে হেসে ফেলেন বিরাট (Virat Kohli)।