বুধবার মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু-লখনউ। ওই ম্যাচে ম্যাচ রেফারি, আম্পায়াদের বিচারে ম্যাচের সেরা ক্রিকেটার হলেন রজত পতিদার (Rajat Patidar)। বুধবার এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরানের কারণেই ম্যাচের সেরা বেছে নেওয়া হল তাঁকে। তিনি যে ইনিংস এ দিন খেলেছেন, তাতে তিনি সেরা হওয়ারই ছিলেন।

শুরুতেই বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি ফিরে গিয়েছিলেন। আর তাতেই ধাক্কা খেয়েছিল বেঙ্গালুরু। আর তখনই পতিদার (Rajat Patidar) নামেন। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলছিলেন তিনি। শেষ টাও করলেন সে ভাবেই। ৫৪ বলে ১১২ রানে অপরাজিত থাকলেন তিনি। মেরেছেন ১২টি চার এবং সাতটি ছয়।

আরও পড়ুন: Mohammad Hafeez: ‘পেট্রল নেই, টাকা নেই’, পাকিস্তানের অবস্থা তুলে ধরলেন হাফিজ

মধ্যপ্রদেশের ব্যাটার রজত পতিদার (Rajat Patidar)। এ বার নিলামে কেউ কেনেনি তাঁকে। মরসুমের শুরুর দিকে লুভনিথ সিসোদিয়ার বদলে তাঁকে নেওয়া হয়। শুরু থেকেই গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলে দলের প্রয়োজনীয় ক্রিকেটার হয়েছিলেন তিনি। তবে শেষটা বোধহয় বাঁচিয়ে রেখেছিলেন এলিমিনেটরের জন্যেই। তাঁর অপরাজিত শতরান দলকে ফাইনালে ওঠার আর একটা সুযোগ করে দিল।