মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) বরাবরই স্পষ্ট কথা সোজা ভাবে বলতে পছন্দ করেন। ক্রিকেট খেলার সময়ও দেখা গিয়েছিল বোর্ডের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না তিনি। বুধবার টুইটারে সাধারণ মানুষের কথা তুলে ধরলেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তানের শোচনীয় অবস্থার কথা জানালেন তিনি।
সুত্রের খবর, বুধবার টুইটে হাফিজ (Mohammad Hafeez) লেখেন, ‘লাহোরের কোনও পেট্রল পাম্পে তেল নেই? এটিএমে টাকা নেই? রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কেন সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হবে।’
আরও পড়ুন: Dinesh Karthik: ‘ঘরের মাঠে’ মারমুখী কার্তিক
সেই টুইটে হাফিজ (Mohammad Hafeez) যেমন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ট্যাগ করেছেন, তেমনই ট্যাগ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শারিফকে। সেই টুইটে আরও অনেক রাজনৈতিক ব্যক্তিকেও ট্যাগ করেছেন তিনি।