গতকাল রাতে থেকে মেঘলা আকাশ ও ঝির ঝির বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢাকতে শুরু করেছে । জোয়ারের সময় সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে বলে মনে করছে মৎস্যজিবীরা । প্রশাসনের তরফ থেকে নামানো হয়েছে এন ডি আর এফ এর টিম । এবং কয়েক দিন আগে থেকে মাইকে সতর্কবার্তা ঘোষণা করা হচ্ছে। সমুদ্র উপকূল এলাকায় যে সকল মানুষ বসবাস করেন, তাদের জন্য বেশ কয়েকটি আইলা সেন্টার খোলা হয়েছে। এবং তাদের নিরাপদ স্থানে নিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে স্মানে নামতে নিষেধ করা হয়েছে। মাঝ সমুদ্রে যারা মাছ ধরতে গেছে, দিঘা ফিস ট্রেড্রাস এসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাসের নির্দেশে ওয়ারলেসের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়েছে । যাতে কোন প্রকার কোন দুর্ঘটনার সম্মুখে না পড়তে হয় প্রশাসন প্রস্তুত রযেছে।