জল্পনার অবসান ঘটিয়ে (Abhisekh) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

তৃণমূলের যেসব নেতার সঙ্গে তাঁর বৈরীতার সম্পর্ক ছিল তাদের অধিকাংশ ছিলেন আজকের যোগদান অনুষ্ঠানে।

আর ‘ঘরের ছেলে’ ঘরে ফিরতেই এবার শ্যামনগরে এবার বড়সড় সভা করছেন (Abhishek) অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সাংবাদিক সম্মেলনে নৈহাটির বিধায়ক পার্থ বলেন, আগামী ৩০ মে শ্য়ামনগরে অন্নপূর্ণ কটন মিলের মাঠে সভা করবে তৃণমূল কংগ্রেস।

দলীয় সূত্রে খবর, ৩০ মে বিকেল তিনটেয় ওই সভা হবে। সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও থাকবেন সৌগত রায়, মদন মিত্র, জ্যোতিপ্রিয়া মল্লিক, রাজ চক্রবর্তী, সুবোধ অধিকারী, তাপস রায়।

এনিয়ে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে। ওকে স্বাগত জানাচ্ছি।

উল্লেখ্য, আজ পদ্মপাঠ চুকিয়ে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। ভুল বোঝাবুঝিতেই ঘর ছেড়েছিলাম।

এভাবেই তার ৩ বছর আলাদা থাকার কারণ করলেন ব্যারাকপুরের সাংসদ। এনিয়ে অবশ্য তাঁকে বিঁধলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, উনি পুরনো ঘরে ফিরে গিয়েছেন এতে লজ্জার কী আছে! চাপ নিতে পারেননি, সারেন্ডার করেছেন।