তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দেরিতে প্রতিক্রিয়ার কারণে ফের বিতর্কের মুখে আমির খান। তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন অনেকেই। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি আমির নিজে। তবে তাঁর পক্ষ নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকা সুনীল শেট্টি।
আমির খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিংহ চড্ডা’ বক্স অফিসে সফল হয়নি। সেই ছবির পর থেকেই বলিউড থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন তিনি। বর্তমানে ‘সিতারে জ়মিন পর’ ছবির মাধ্যমে তিনি আবার পর্দায় ফিরছেন। কিন্তু সেই প্রত্যাবর্তনের আগেই বিতর্ক পিছু নিয়েছে।
‘অপারেশন সিঁদুর’ নিয়ে দেরিতে প্রতিক্রিয়া দেওয়া এবং তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ২০১৭ সালের একটি ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তুরস্কের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা থাকার কারণে ওই ছবি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন বহু নেটাগরিক।
এই প্রসঙ্গে সুনীল শেট্টি বলেন, “সবসময় কেন বলিউডকে টার্গেট করা হয়? রাজনীতির বিষয় রাজনীতিবিদদের আলোচনা করা উচিত। আমরা বলিউডে দেশাত্মবোধক ছবি বানিয়ে দেশের পক্ষে কথা বলি। সেটাই আমাদের কাজ।”
তিনি আরও বলেন, “মানুষের উচিত অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে তাকানো। বড় কোনও অনুষ্ঠানে গেলে সবসময় মাথায় থাকে না কে কার সঙ্গে ছবি তুলছে। না তুললেও সমালোচনা হয়। তাই যাই হোক, কিছু না কিছু বলেই মানুষ সমালোচনা করবে।”
আরো পড়ুন: Dhumketu: ৯ বছরের অপেক্ষার পর মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’
Image source-Google