২০২১ সালে নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দক্ষিণী অভিনেত্রী সামান্থার (Samantha Ruth Prabhu) জীবনে এসেছে বহু পরিবর্তন। নতুন করে নিজেকে গড়ে তোলার পথে এবার শোনা যাচ্ছে, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। অন্যদিকে, নাগ চৈতন্য নাকি দ্বিতীয়বার বিয়ে সেরেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে।

 

এই পরিস্থিতিতে সম্প্রতি এক বিশেষ মুহূর্তে একসঙ্গে দেখা গেল সামান্থা (Samantha Ruth Prabhu) ও তাঁর প্রাক্তন শাশুড়ি, অভিনেতা নাগার্জুনের স্ত্রী অমলাকে। দক্ষিণী সিনেমায় সামান্থার ১৫ বছর পূর্তির অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমলা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আবেগে ভিজে ওঠেন সামান্থা। তাঁর সাফল্যে গর্বিত হয়ে দর্শকাসনে বসেই করতালি দিয়ে প্রশংসা করেন অমলা। সেই মুহূর্তের ছবি ধরা পড়ে ক্যামেরায়, যা দেখে সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

 

অনুষ্ঠানে সামান্থা কেটেছেন প্রায় ১২ তলা বিশিষ্ট কেক। বিচ্ছেদের পর এই প্রথম কোনও প্রকাশ্য অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল অমলা ও সামান্থাকে। তাঁদের মধ্যে কোনও কথোপকথন হয়েছে কি না, তা যদিও অজানা। তবে দুই নারীর এমন সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।

আরো পড়ুন: Calcutta High Court: আদালতের নির্দেশের পরেও অবস্থানে অনড়, বিকাশ ভবনের সামনে থেকে সরেননি আন্দোলনকারী শিক্ষকরা

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *