আগামী জুন মাস থেকে শুরু হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি **‘লহ গৌরাঙ্গের নাম রে’**-র শুটিং। কিছু দিন আগেই পরিচালক ছবির কাস্টিংয়ের ঘোষণা করেন। তাতে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। নতুনভাবে যুক্ত হয়েছেন **শুভশ্রী গঙ্গোপাধ্যায়**, সঙ্গে রয়েছেন **ব্রাত্য বসু, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, পার্নো মিত্র**-সহ আরও অনেকে।
এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথম পা রাখতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্ত। তাঁর বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল দর্শনা বণিক-কে। কিন্তু শেষমেশ এই চরিত্র থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী। শুরুতে জল্পনা ছিল, বলিউড পরিচালক বিক্রম ভট্টের নতুন হিন্দি ছবিতে অভিনয়ের জন্যই নাকি এই সিদ্ধান্ত।
তবে আনন্দবাজার অনলাইন-কে দর্শনা (Darshana Banik) বলেন, “হিন্দি ছবির জন্য নয়, একেবারে নতুন একটি প্রজেক্ট শুরু হতে চলেছে আমার। তার সঙ্গেই শিডিউলের সংঘাত হচ্ছিল। সময় মেলানো যাচ্ছিল না। তাই গোটা টিমের সঙ্গে কথা বলেই আমরা এই যৌথ সিদ্ধান্তে এসেছি।”
অভিনেত্রী দর্শনার (Darshana Banik) পরিবর্তে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করতে পারেন আরাত্রিকা মাইতি। যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনো কিছু জানানো হয়নি। এই মুহূর্তে আরাত্রিকা অভিনয় করছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে।
আরো পড়ুন: Sidhu: গান গেয়েও একেনের প্রিমিয়ারে ডাক পেলেন না সিধু
Image source-Google