রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত মহার্ঘ্য ভাতা মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) এল নতুন নির্দেশ। শুক্রবারের রায়ে শীর্ষ আদালত জানায়, রাজ্য সরকারকে অবিলম্বে মোট বকেয়ার অন্তত ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। যদিও প্রাথমিকভাবে সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল, শনিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) ওয়েবসাইটে প্রকাশিত অন্তর্বর্তী আদেশে স্পষ্ট জানানো হয়, রাজ্যের হাতে সময় রয়েছে ছয় সপ্তাহ।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, “ডিএ আদৌ কর্মীদের অধিকার কি না, সেই প্রশ্ন এখনও বিচারাধীন। তবে ট্রাইব্যুনাল ও হাই কোর্ট, দুই ক্ষেত্রেই রায় গেছে কর্মীদের পক্ষে। আমাদের মতে, কর্মচারীদের আর অপেক্ষায় রাখা উচিত নয়।”
সঙ্গে এটাও বলা হয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত প্রতিটি পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে তাদের লিখিত অবস্থান আদালতে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ৪ অগস্ট।
প্রসঙ্গত, বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের তুলনায় ৩৫ শতাংশ কম হারে অর্থাৎ মাত্র ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত ১৮ বার এই মামলার শুনানি পিছিয়েছে।
শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ রাজ্যের যুক্তি খণ্ডন করে বলেন, “হ্যাঁ, ডিএ সাংবিধানিক অধিকার না-ও হতে পারে। কিন্তু তাই বলে বছরের পর বছর তা আটকে রাখা যুক্তিযুক্ত নয়।” এরপর রাজ্যের আর্থিক অবস্থা এবং কর্মীদের অবস্থান বিবেচনা করে, শীর্ষ আদালত রাজ্যকে অন্তর্বর্তী নির্দেশ দেয়—ছয় সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে।
নিঃসন্দেহে এই নির্দেশ রাজ্যের উপর অর্থনৈতিক চাপ বাড়াবে, তবে সরকারি কর্মীদের কাছে এটি একটি বড় স্বস্তির বার্তা।
আরও পড়ুন:Amir Khan: ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তি, বিতর্কে জড়ালেন আমির খান