পেশায় অভিনেত্রী, রাজনীতিতে বলিষ্ঠ কঙ্গনা রনৌত (Kangana Ranaut) আবারও খবরে—এ বার অবশ্য বিতর্কের কেন্দ্রে। একদিকে তিনি বিজেপির সাংসদ, যিনি পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই কড়া অবস্থান নিয়ে পরিচিত। অন্যদিকে, সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি রিল, যেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি পাকিস্তানি গান—জায়েন জোহেবের গাওয়া ‘রানঝেয়া ওয়ে’।
রাজস্থানের এক প্রাসাদে ঘুরে বেড়ানোর সেই রিলে কঙ্গনাকে দেখা গেছে সবুজ-গোলাপি শাড়িতে মুগ্ধতায় মোড়া এক পরিবেশে। ক্যাপশনে জীবন উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর এই রিলই উস্কে দিয়েছে নতুন বিতর্ক। কারণ, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কঙ্গনাই। তখন তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বলে তোপ দেগেছিলেন।
২০১৬ সালে উরি হামলার পর থেকেই ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়। সাম্প্রতিক ঘটনাবলির পর এই নিষেধাজ্ঞা আরও জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে কঙ্গনার ভিডিও অনেকের চোখে এসে পড়েছে দ্বিচারিতার নিদর্শন হিসেবে।
নেটমাধ্যমে শুরু হয়েছে কটাক্ষ, ট্রোল, এমনকি পাকিস্তানি নেটাগরিকরাও কঙ্গনার (Kangana Ranaut) এই আচরণকে ব্যঙ্গ করছেন। কেউ কেউ বলছেন, এতটা স্পষ্টবক্তা হয়ে কী ভাবে এমন ‘অমনোযোগিতা’ করেন সাংসদ? কঙ্গনার গাম্ভীর্যহীন আচরণ নিয়ে হাসির রোল তুলেছেন অনেক ভারতীয়ও।
এই ঘটনা ফের মনে করিয়ে দিচ্ছে—রাজনীতি ও শোবিজের মিশেলে প্রত্যেক পদক্ষেপে সতর্ক থাকা বাঞ্ছনীয়।
আরো পড়ুন: Duggamoni o baghmama: কয়েক মাসেই কি শেষ হতে চলেছে ‘দুগ্গামনি ও বাঘমামা’?
Image source-Google