সোমবার রাতটা ছিল অন্য রকম। সাপুরজি আবাসনের একটি ফ্ল্যাটে ছিল জমজমাট পার্টি—সেখানেই বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সৃঞ্জয়। কিন্তু পরদিন সকালে দেখা গেল এক অচিন্ত্যনীয় দৃশ্য। রান্নার কাজ করতে এসে রাঁধুনির চোখে পড়ে ফ্লোরে নিস্তেজ হয়ে পড়ে থাকা সৃঞ্জয়ের দেহ। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে খবর, এবং ছুটে আসেন মা রিঙ্কু মজুমদার (Rinku Majumdar Son’s)।
সূত্র বলছে, পার্টির রাতে উপস্থিত ছিলেন একাধিক বন্ধু, যদিও তাঁদের পরিচয় এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীদের মতে, রাত গভীর হওয়ার আগেই তাঁরা ফ্ল্যাট ছেড়ে চলে যান। তারপর কী ঘটল?
পুলিশ দেহের পাশ থেকে উদ্ধার করেছে বেশ কিছু ওষুধ। প্রাথমিক অনুমান—ওভারডোজেই মৃত্যু। তবে প্রশ্ন উঠছে—এটা কি কেবল দুর্ঘটনা? নাকি সুনির্দিষ্ট কোনও মানসিক চাপ থেকে আত্মহননের সিদ্ধান্ত? মদ্যপান ও ওষুধের মিশ্রণেই কি ঘটে গেল এই বিপর্যয়?
পাশাপাশি আলোচনায় উঠে আসছে ব্যক্তিগত জীবনের নানা দিকও। মা রিঙ্কুর সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ের সময় সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন সৃঞ্জয়। যদিও বিয়েতে উপস্থিত ছিলেন না, তবু জানান দিয়েছিলেন, মায়ের সিদ্ধান্তে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। এমনকি, সৎবাবা দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে মাঠে গিয়ে খেলা দেখার ছবিও ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন:Operation Sindoor: নতুন নিয়মে পুরনো জবাব — ভারত এখন আর চুপ থাকবে না