সম্প্রতি অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধুলিপালা (Shovita Dhulipala) আলোচনার কেন্দ্রে। জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি। প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই শোভিতার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল চৈতন্যর, যা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়।

সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিয়ো ভিস্যুয়াল এবং এন্টারটেনমেন্ট সামিট’-এ একসঙ্গে উপস্থিত হন তাঁরা। ছবিতে শোভিতার ঢিলেঢালা পোশাক দেখে অনেকেই ধারণা করছেন তিনি মা হতে চলেছেন। বলিপাড়ায় এমন উদাহরণ নতুন নয়—আলিয়া ভট্টও বিয়ের এক মাসের মাথায় সন্তান আসার খবর দিয়েছিলেন।

তবে নাগা বা শোভিতা (Shovita Dhulipala) কেউই এ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি।

সম্প্রতি এক বিদেশি ম্যাগাজিনকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য জীবনের নানা দিক তুলে ধরেছেন তাঁরা। কে আগে ক্ষমা চান? শোভিতার উত্তর, “সব সময় আমি।” চৈতন্য জানান, তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশেষ বিশ্বাসী নন।

রান্নার প্রসঙ্গে চৈতন্য বলেন, “আমরা কেউই রান্না করি না।” তবে শোভিতার বক্তব্য, “নাগা মাঝে মাঝে হট চকোলেট বা কফি বানায় আমার জন্য।” চৈতন্য হেসে বলেন, “এগুলো রান্না নয়, ন্যূনতম শিক্ষা। আর সেটা তোমার নেই!”

এছাড়াও, শারীরিক অসুস্থতা নিয়েও মজার ছলে মন্তব্য করেন তাঁরা। শোভিতা জানান, তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। তখন চৈতন্য বলেন, “ওর যতটা শরীর খারাপ হয়, তার থেকেও বেশি নাটক করে—মনে হয় এই বুঝি অজ্ঞান হয়ে যাবে!”

সব মিলিয়ে সদ্য বিবাহিত এই জুটির হাসি-মজা আর খুনসুটিতে ভরা সম্পর্কই উঠে এসেছে তাঁদের কথায়।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন কড়াইশুটি দিয়ে আলু জিরে

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *