‘পহেলগাঁও কাণ্ড’ নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা (Vijay Devarkonda)। হায়দরাবাদে একটি চলচ্চিত্র প্রচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কাশ্মীর ও পাকিস্তান প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেন। সেই মন্তব্যের একটি অংশে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে তুলনা টেনে ফেলেন বিজয়, যা ঘিরেই শুরু হয় সমালোচনা।

কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, “কাশ্মীরের মানুষদের শিক্ষার আলোয় আনাটাই সমস্যার মূল সমাধান হতে পারে। আমাদের নিশ্চিত করতে হবে যাতে কোনওরকম ভুল ধারণা বা প্ররোচনায় তারা প্রভাবিত না হয়। কাশ্মীর ভারতেরই অঙ্গ, কাশ্মীরিরাও আমাদেরই মানুষ।”

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, “ভারতের পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজন নেই। কারণ, সেদেশের নাগরিকরাই নিজেদের শাসক ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। বর্তমান পাকিস্তান এমন আচরণ করছে, যা বহু প্রাচীন কালের সমাজ কাঠামোর মতো।”

এই মন্তব্যেই বিতর্ক শুরু হয়। ‘ট্রাইবাল লইয়ার্স অ্যাসোসিয়েশন বাপুনগর’-এর সভাপতি কৃষ্ণরাজ চৌহান অভিযোগ করেন, বিজয়ের এই বক্তব্যে আদিবাসী সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে। তাঁর দাবি, দক্ষিণী তারকাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এর আগেও বিজয় দেবরকোন্ডা (Vijay Devarkonda) পহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “পাকিস্তানে জল ও বিদ্যুৎ-সহ নানান গুরুত্বপূর্ণ পরিষেবার ঘাটতি রয়েছে। তাই ভারতকে কোনওভাবেই সেই দেশে আক্রমণ করার প্রয়োজন পড়ে না।”

এছাড়া, ঐতিহাসিক অন্যায়ের প্রসঙ্গে বিজয়ের আরেকটি মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেছিলেন, “‘ছাওয়া’ ছবিটি দেখে আমার মনে হয়েছে, অতীতে ফিরে গিয়ে কিছু ঐতিহাসিক চরিত্রকে চ্যালেঞ্জ জানাতে ইচ্ছে করছে।”

আরো পড়ুন:

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *