২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2025) প্রকাশ হয়েছে বৃহস্পতিবার।৬৯ দিনের মাথায় এবার ফলপ্রকাশ করা হয়েছে।মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর।তারপর যথাক্রমে কালিম্পং,কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে।জানা গিয়েছে,-মেধা তালিকায় প্রথম ১০ জনের মধ্যে স্থান করে নিয়েছে ৬৬ জন পরীক্ষার্থী।এদিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ঈশানী চক্রবর্তী।

সূত্রের খবর,এবার মাধ্যমিকে প্রথম হয়েছেন অদ্রিত সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)।প্রাপ্ত নম্বর – ৬৯৬।দ্বিতীয় হয়েছেন অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির),সৌম্য পাল।প্রাপ্ত নম্বর-৬৯৪।তৃতীয় হয়েছেন ঈশানী চক্রবর্তী।প্রাপ্ত নম্বর-৬৯৩।চতুর্থ হয়েছেন মহম্মদ সেলিম।প্রাপ্ত নম্বর-৬৯২।পঞ্চম হয়েছেন সিনচ্যান নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন),চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন),বিশ্বজিৎ ঘোষ,সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন),প্রাপ্ত নম্বর-৬৯১।ষষ্ঠ স্থানাধিকারী অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল), বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল,রুদ্রনীল মান্না, অঙ্কন মণ্ডল,অভ্রদীপ মণ্ডল।প্রাপ্ত নম্বর-৬৯০।সপ্তম-

হয়েছেন,-দেবার্ঘ্য দাস, অঙ্কন বসাক।প্রাপ্ত নম্বর-৬৮৯।অষ্টম স্থানাধিকারিরা হলেন,-অনির্বাণ দেবনাথ,সত্যম সাহা,আসিফ মেহবুব,মহম্মদ ইনজামুল হক,সৃজন প্রামাণিক,শুভ্র সিনহা মহাপাত্র,স্পন্দন মল্লিক,সৃজনী ঘোষ,কাকলী মণ্ডল,সৌপ্তিক মুখোপাধ্যায়,অবন্তিকা রায়।প্রাপ্ত নম্বর-৬৮৮।নবম স্থানে রয়েছেন,-দেবাঙ্গন দাস,মৃন্ময় বসাক,অনীক সরকার,নিশা ঘোষ,ময়ূখ বসু,অয়ন নাগ,অঙ্কুশ জানা,ঐশিক জানা,প্রজ্জ্বল দাস,অনীশ দাস।প্রাপ্ত নম্বর-৬৮৭।দশম স্থানাধিকারীরা হলেন,-হামিদা বানু,প্রিয়ম পাল,অদ্রিত হালদার,সন্ময় দাস,স্বাগতা সরকার,অয়ন্তিকা সামন্ত,সমন্বয় দাস,সোহম সাঁতরা,রাহুল দাস।প্রাপ্ত নম্বর-৬৮৬।

বস্তুত,চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি।শেষ হয় ২২ ফেব্রুয়ারি।পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন।এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন।পাশের হার ৮৬.৫৬ শতাংশ।যা গত বছরের তুলনায় বেশি।

এদিকে,এদিন মাধ্যমিকের রেজাল্ট বেড়ানোর পরই উত্তীর্ণ সমস্ত পড়ুয়াদের শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন,-“এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন!আগামী দিনে তোমরা আরও সফল হবে-এই প্রত্যাশা আমি রাখি।”তিনি আরও লেখেন,-“তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে,আমি তোমাদের বাবা-মা,অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে।যারা আজ ভাল ফল করতে পারোনি তাদের বলব:হতাশ হয়ো না।চেষ্টা করো।আগামী দিনে সাফল্য আসবেই।তোমাদের সকলকে আরও একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই।ভাল থেকো সকলে।”

 

আরো দেখুন:Dilip Ghosh:”রাতভর সঙ্গ,সকালেই সতী!”দিলীপের মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *