কলকাতার রাতের আকাশ,তারাদের ঝিকিমিকি আলোয় মোড়া রুফটপ রেস্তোরাঁগুলির হাতছানি।আধুনিকতার এই রঙিন ছোঁয়া শহরের খাদ্য ও বিনোদন মানচিত্রে এনেছিল এক নতুন মাত্রা।কিন্তু বড়বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিখা যেন নিরাপত্তার প্রশ্নে এক নির্মম প্রশ্নচিহ্ন এঁকে দিল।শুক্রবার,কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বজ্রকঠিন ঘোষণায় স্তব্ধ মহানগরী।রুফটপ রেস্তোরাঁগুলির ভবিষ্যৎ আজ অনিশ্চিত।
ফিরহাদ হাকিমের কণ্ঠে স্পষ্ট বার্তা,-“ছাদ ব্যক্তিগত সম্পত্তি নয়,জরুরি পরিস্থিতিতে তা সকলের জন্য উন্মুক্ত থাকা উচিত।নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়।মানুষের জীবন অমূল্য,মুনাফার লোভে তাকে বিপন্ন করা যায় না।”ফিরহাদের হুঁশিয়ারি,-“জীবন আগে,ব্যবসা পরে।আমরা নাগরিকদের নিরাপত্তার বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি।রুফটপ রেস্তোরাঁগুলির দুর্বল নিরাপত্তা ব্যবস্থা অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনায় সাক্ষাৎ মৃত্যুর ফাঁদ তৈরি করতে পারে।”
পুরকর্তার নির্দেশে স্পষ্ট,-শহরের প্রতিটি রুফটপ রেস্তোরাঁ বন্ধ করতে হবে।তালিকা তৈরি হচ্ছে,নির্দেশ অমান্য করলে কড়া আইনি পদক্ষেপ।ছাদ বাণিজ্যিক কাজে ব্যবহার,এমনকি বিক্রির ওপরও নিষেধাজ্ঞা জারি।রুফটপ রেস্তোরাঁ মালিকদের জন্য এ যেন এক অশনি সংকেত।মেয়র আরও জানান,-“আমরা কোনো রকম ছাড় দেব না।শহরের প্রতিটি কোণায় নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
আরো দেখুন:Narendra Modi:’নতুন যুগের প্রতীক’,ঘুম উড়বে বিরোধীদের!হুঙ্কার প্রধানমন্ত্রীর