জীবনের ৬১তম বসন্তে এসে নতুন জীবনসঙ্গিনী খুঁজে নেওয়া এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করা-এই দুটি ঘটনার জের ধরে বঙ্গ রাজনীতির পরিচিত মুখ দিলীপ ঘোষ (Dilip Ghosh) এখন আলোচনার কেন্দ্রে।রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক দীঘা যাওয়ায় যেমন তিনি সমালোচিত হচ্ছেন,তেমনই তার দলবদলের জল্পনাও তুঙ্গে।
এই পরিস্থিতিতে,বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর ‘ভোগী’ কটাক্ষের কড়া জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) সৌমিত্র খাঁকে তুলোধোনা করেন।তিনি বলেন,-“ওকে অনেকে এইসব কথা বলাচ্ছে।তার বউ বলেছে ওর কোনও বুদ্ধি নেই।আমি বলিনি।তার জীবন দেখুন।সে কটা পার্টি করেছে।গোটা রাত কারুর সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গাস্নান করে বলছে আমি সতী।এরকম অনেক নেতাকে আমরা বাড়িতে পুষে রেখেছি।কাল যদি পোষা বন্ধ করি সব ঐদিকে লাইন লাগাবে।তারা বিজেপির পোষ্য।দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না।রোজ যে বিছানা পাল্টায় সে যেন দিলীপ ঘোষকে জ্ঞান না দিতে আসে।”
এখানেই থামেননি দিলীপ ঘোষ।তিনি আরও বলেন,-“দিলীপ ঘোষ খালি হাতে রাজনীতিতে এসেছে।খালি হাতে চলে যাবে।মাথা উঁচু করে রাজনীতি করে চলে যাবে।সৌমিত্র খাঁ এঁটোকাঠা খেয়ে জীবন কাটিয়েছে।সেও নেতা।তার কথার কি গুরুত্ব।সে পরশু শুভেন্দু অধিকারীকে গালাগাল দিয়েছে।কাল সুকান্ত মজুমদারকে গালাগাল দিয়েছে।ওর বাপ কে।ওকে জিজ্ঞাসা করুন।”