অক্ষয় তৃতীয়ার পবিত্র লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন দিঘার নতুন জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ২ লক্ষ ভক্ত ভিড় করেন মন্দির প্রাঙ্গণে। বৃহস্পতিবার সকাল থেকেও ভক্তসমাগমে উপচে পড়ছে দিঘার শ্রীক্ষেত্র। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এই মন্দিরের দ্বার।
রাজস্থানের গোলাপি বেলেপাথরে তৈরি এই মন্দির নির্মাণে কাজ করেছেন প্রায় ৮০০ রাজস্থানি কারিগর। মন্দিরে প্রবেশ করলেই প্রথমে দেখা যাবে তিনটি দীপস্তম্ভ। চারটি প্রবেশদ্বার — সিংহ, ব্যাঘ্র, হস্তি ও অশ্বদ্বার — মিলে তৈরি হয়েছে পুরীর আদলে এক ভক্তিময় পরিকাঠামো। সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে আছে বিশাল ৩৪ ফুট লম্বা, ১৮ মুখী কালো পাথরের অরুণ স্তম্ভ যার মাথায় অরুণা মূর্তি।
ভেতরে প্রবেশ করলেই প্রথমে ভোগমণ্ডপ — চার দরজা বিশিষ্ট এই অংশেই প্রসাদ প্রস্তুত হয়। এরপর ১৬টি স্তম্ভের উপর নাটমন্দির, তারপর চার স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা জগমোহন। সব শেষে গর্ভগৃহ, যেখানে বিরাজমান হবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
মন্দিরের গায়ে খোদাই করা অসাধারণ দশাবতার মূর্তি ও সূক্ষ্ম কারুকাজ মন জয় করছে দর্শনার্থীদের। গরুড় স্তম্ভ, নাটমন্দিরের শোভা ও বিশাল গর্ভগৃহ সব মিলিয়ে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা দিচ্ছে এই মন্দির।
ভক্তদের মতে, মন্দিরের ভেতরে ব্যবস্থাপনাও অত্যন্ত সুশৃঙ্খল, ফলে নির্বিঘ্নে পুজো দেওয়া সম্ভব হচ্ছে। নিরাপত্তার দিক থেকেও প্রশাসনের কড়া নজর থাকায় সকলেই নিঃসন্দেহে অংশ নিচ্ছেন এই শুভ যাত্রায়।
আরও পড়ুন:Narendra Modi:পহেলগাঁওয়ের বদলা নিতে ৩ সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ মোদীর!